Notice for Possible 2nd Repatriation Flight for Stranded Bangladeshi Nationals

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email

VOID

The 2nd flight was operated on 06 June 2020

 

After receiving requests from stranded Bangladeshi in the United States, the Ministry of Foreign Affairs, Government of the People’s Republic of Bangladesh amid COVID-19 pandemic situation, in coordination with Bangladesh Embassy in Washington, D.C. and the Consulates General of Bangladesh in New York and Los Angeles, has taken initiative to arrange a second special flight to bring home stranded Bangladesh citizens from the USA, depending on the availability of a minimum required number of passengers to operate the flight. This special flight will be arranged as soon as possible. The stranded Bangladeshi citizens in USA who want to return at own expenses are requested to send an email expressing their interest to mission.washington@mofa.gov.bd with all information as soon as possible. The interested passengers will be notified with further details of the flight once the minimum required number of passenger are met. This is to ascertain the number of such people who would like to avail of the flight, if arrangement is made. Depending on the number of interested passengers, the Ministry will consider the possibility of arranging a flight from the USA to Dhaka at the earliest.

—————

মার্কিন যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশী নাগরিকবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কোভিড-১৯ জনিত উদ্ভুত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশী নাগরিকবৃন্দের বাংলাদেশ প্রত্যাবর্তনের জন্য ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লসএঞ্জেলস্থ বাংলাদেশ কনস্যুলেটদ্বয়ের সাথে সমন্বয়পূর্বক দ্বিতীয়বারের মত যুক্তরাষ্ট্র হতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনের উদ্যোগ গ্রহণ করেছে। এই বিশেষ ফ্লাইটটি ন্যূনতম সংখ্যক যাত্রী কর্তৃক টিকিট ক্রয় স্বাপেক্ষে যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্র হতে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার সম্ভাবনা রয়েছে। এই বিশেষ ফ্লাইটে নিজ খরচে বাংলাদেশে প্রত্যাবর্তন ইচ্ছুক মার্কিন যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের mission.washington@mofa.gov.bd –এ বিস্তারিত তথ্যসহ অনতিবিলম্বে ইমেইল করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ন্যূনতম সংখ্যক যাত্রী প্রাপ্তি সাপেক্ষে ফ্লাইট নিশ্চিত হলে আগ্রহী যাত্রীদের ফ্লাইটের তথ্যসহ বিস্তারিত জানানো হবে।